১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

যেকোনো সময় কিছু শরণার্থী ফেরানোর প্রক্রিয়া শুরু: সুচি

আন্তর্জাতিক ডেস্ক:

কিছু শরণার্থীকে ফেরত আনার জন্য ‘যেকোনো সময়’ এই প্রক্রিয়া শুরু হতে পারে এজন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন, মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।
গত বুধবার জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সু চি। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে শরণার্থীদের পালিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
সু চি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইনের সঙ্কট মায়ানমারের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। মায়ানমার সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। দারিদ্র্য দূর করতে এ ধরনের আর্থিক সংস্কার প্রয়োজন। দারিদ্র্যের কারণেই চরমপন্থার সৃষ্টি হয়।
অভ্যন্তরীণ সমালোচনার কথা উল্লেখ করে সু চি বলেন, ‘আমাদের বিরোধী দল রয়েছে। কারণ, আমরা গণতান্ত্রিক দেশ। তার মানে হলো সমালোচনা এবং বাগ্বিতণ্ডার সুযোগ রয়েছে আমাদের দেশে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ