১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

নাভারণে ২৭০ পিস ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

যশোর শার্শা উপজেলা থেকে ২৭০ পিস ভারতীয় দামি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উপজেলার নাভারন রেলস্টেশন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ শাড়িগুলো জব্দ করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এনে খুলনায় নেয়ার উদ্দেশ্যে নাভারন রেলস্টেশন এলাকায় রাখা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়েছে। শাড়িগুলোর মূল্য ১২ লাখ টাকা বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ