১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

নীলফামারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে গোলজার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গোলজার উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। স্থানীয়রা জানান, তিনি বাড়ির পাশে খালে মাছ ধরার জন্য শুক্রবার রাতে জাল পেতেছিলেন। গোলজার শনিবার সকালে জাল উঠানোর জন্য গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বজ্রপাতে গোলজারের মৃত্যু হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ