স্পোর্টস ডেস্ক:
জার্মান বুন্দেস লিগায় ঘরের মাঠে ভলফলসবুর্গের সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও জায়ান্ট বায়ার্ন মিউনিখ জিততে পারল না। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে উল্টো অতিথিরাই ছিনিয়ে নিয়ে গেল এক পয়েন্ট। ফলে দলটির পয়েন্ট টেবিলে শীর্ষে উঠা হলো না।
শুক্রবার ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিলো বায়ার্নের। মাঝ মাঠে বল দখল রেখে আক্রমণের ধার বাড়ায়। গোল পেতেও দেরি হয়নি। বায়ার্নের হয়ে রবার্ট লেওয়ানদস্কি ও আরিয়ান রোবেন প্রথমার্ধেই গোল করেন। বিরতির সময় মনে হচ্ছিলো স্বাগতিকরা বড়ই জয়ই পেতে যাচ্ছে। তবে বিরতির পর পালটে যায় চিত্র। তারা কিছুটা যেন খেই হারিয়ে ফেলে। সুযোগে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড গোল করে ব্যবধান কমিয়ে দেন। ৮৩ মিনিটে ড্যানিয়েল ডিভাডি বায়ার্নের জালে বল ঢুকিয়ে স্তব্ধ করে দেন গোটা গ্যালারি।
২০০৪ সালের পর রোবেনরা ঘরের মাঠে লিগ ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেই জিততে পারল না। বায়ার্নের এই ড্রতে বরুশিয়া ডর্টমুন্ডকে সরিয়ে আপাতত শীর্ষে উঠা হলো না। দুদলেরই ১৩ পয়েন্ট করে থাকলেও গোল গড়ে এগিয়ে এক নম্বরে আছে ডর্টমুন্ড।
দৈনিকদেশজনতা/ আই সি