১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

পূজায় শান্তিনিকেতনে জয়া

বিনোদন ডেস্ক:

দুর্গাপূজায় ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। জয়া আহসান প্রতি বছর এ সময়টা কলকাতায় থাকেন। তাকে পূজা মণ্ডপের উদ্বোধন থেকে সেরা মণ্ডপ বাছাইসহ নানা কাজে দেখা যায়। এবার নায়িকা পরিকল্পনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন ভ্রমণের। এমনটা জানালো স্থানীয় ম্যাগাজিন আনন্দলোক। এক প্রতিবেদনে পত্রিকাটি লেখে, দুর্গা পুজোর প্ল্যান না বলে এটাকে জয়া আহসানের প্রি পুজো প্ল্যানও বলা যেতে পারে। পঞ্চমীর দিন বন্ধু-বান্ধব আর বোনের সঙ্গে তিনি শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন। সেখানে তাদের দু’দিন কাটিয়ে কলকাতা ফেরার প্ল্যান।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘এতবার কলকাতায় এলেও শান্তিনিকেতনটা যাওয়া হয়ে ওঠেনি। এবার বোনও আমার সঙ্গে কলকাতায় এসেছে। তাই প্ল্যান করে ফেললাম, পুজোর শুরুটা শান্তিনিকেতন কাটিয়ে কলকাতায় ফিরে বাকি দিনগুলো কাটাব।’ আনন্দলোক আরো জানায়, জয়ার শান্তিনিকেতনে খুব একটা ঘোরাঘুরির প্ল্যান নেই। খেয়েদেয়ে একটু রিল্যাক্স করাই মূল উদ্দেশ্য। এদিকে শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে সিনেমাটি আকরাম খান নির্মাণ করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জয়া সহকর্মী ও দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করেন। অবশ্য শনিবার সকালে ফেসবুক পোস্টে জয়া জানিয়ে দেন কলকাতায় পৌঁছে গেছেন। একটি ছবিও শেয়ার করেন। জানান, ফেমিনার পূজা স্পেশাল সংখ্যায় মডেল হয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ