১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখায় চাঁদাবাজি:: আটক ১৬

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখায় চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্যাংকটির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস ও সজল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহাজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখাটি শিফট করার কাজ চলছিল। এ কারণে পুরাতন ভবনের ডেকোরেশন এক ঠিকাদার প্রতিষ্ঠানকে খুলে নেয়ার কাজ দেয়া হয়েছিল।

‘এসময় দলবল নিয়ে তাদের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে একটি গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে-’ বলেন ওসি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ৯:৩০ অপরাহ্ণ