২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৮

পচা চাল আমদানিতে সরকারের রাঘব-বোয়ালরা জড়িত:রহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের লোকজন চালের দাম দুই তিন গুণ বাড়িয়ে পকেট ভারী করছে। চালের আগুন মূল্যের সাথে জড়িত সরকারের লুটপাট সিন্ডিকেট। বর্তমানে ভয়াবহ খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষের পদধ্বনী শোনা যাচ্ছে।’
 শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ‘থাইল্যান্ড থেকে যে ৩২ হাজার ১৪০ টন পচা ও নিম্নমানের চাল আমদানি করা হয়েছে তার সঙ্গে সরকারের রাঘব-বোয়ালরা জড়িত। এর আগেও খাদ্য অধিদফতর ও ব্যবসায়ী সিন্ডিকেটদের মাধ্যমে ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকায় ২ লাখ ৫ হাজার ১২৮ মেট্রিক টন পচা গম আমদানি করার কথা মানুষ ভুলে যায়নি এখনো।’
রিজভী বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। খাদ্যের অনুপযোগী চাল বা গম সরবরাহ করা সংবিধান পরিপন্থী। এটির মাধ্যমে সরকার শুধু সংবিধান বিরোধী কাজই করেনি, মানবতাবিরোধী কাজ করছে, জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে।
 আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র করছে মন্তব্য করে রিজভী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর পর বিচার বিভাগের ওপর আক্রমণ করেছেন আওয়ামী লীগ নেতারা। দেশে একদলীয় শাসনের যে বিষবৃক্ষ চালু আছে, গাছের গোড়ায় পানি দিয়ে তা জীবিত করাই সরকারের মূল লক্ষ্য।

আইনমন্ত্রী আনিসুল হকের বৃহস্পতিবারে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, আইনমন্ত্রী বলেছিলেন, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও ক্ষমতা ক্ষুণ্ন করার চিন্তা সরকারের নেই। বরং ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আইনমন্ত্রীর এ বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ