১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

কাশিমপুর কারাগারের ৫ কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কারাগারের ৫ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন, কারারক্ষী মুস্তাকিন, রকিবুল, আজিজার রহমান, কারারক্ষী আল-মামুন ও মজনু মিয়া।

শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষরা বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার-১, কারাগার-২ ও হাইসিকিউরিটি কারাগারে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারারক্ষী মুস্তাকিনের (নম্বর-১৩১০৪) বাসা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে মামলা হয়নি।

হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, মাদক সেবনের অভিযোগ পাওয়ায় কারারক্ষী রকিবুল (নম্বর-১২৪৬৯), কারারক্ষী আল-মামুন (নম্বর-১৩৭২৩) এবং কারারক্ষী মজনু মিয়াকে (নম্বর-১১৯১৬) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিল।

এ ব্যাপারে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কয়েদী শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল।, পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কারারক্ষী আজিজার রহমান ইয়াবা ট্যাবলেটগুলো দিয়েছে বলে জানায়। পরে ইয়াবা ট্যাবলেট ও আজিজারকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ