২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

রোহিঙ্গা সমস্যা সমাধানে হাসিনা-সু চি ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন মন্তব্য করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের অং সান সু চি ব্যর্থ হয়েছেন। ‘রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আব্দুল মালেক রতন বলেন, এই সমস্যা সমাধানে হাসিনা ও সু চি উভয়েই ব্যর্থ হয়েছেন। প্রতিবেশীদের সাথে নিয়ে এই সমস্যা সমাধান করতে পারেন নি শেখ হাসিনা। ভারত মিয়ানমারের পক্ষ নিয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এক দলের মাতৃতুল্য আর আরেকদলের পিতৃতুল্য প্রতিবেশী এখন মিয়ানমারের পক্ষ নিয়েছে। তোষামোদির সম্পর্ক করলে এমনিই হবে, প্রকৃত দুর্যোগের সময় সেই বন্ধু মূল্য দেয় না। সু চির সমালোচনা করে মালেক রতন বলেন, তিনি বৌদ্ধ সম্প্রদায় আর সেনাবাহিনীর সাথে আপসের যে পথ বেছে নিয়েছেন, তা তার জন্যও মঙ্গলের হবে না। কারণ, এরপর যে বৌদ্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বেরুবে; সেটি এই অঞ্চলে অকল্পনীয় দুর্ভোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা এখানে ব্যর্থ। তিনি জাতীয় ঐক্য গঠন করলে আজ প্রতিবেশীরা আমাদের বিপক্ষে চলে যেত না। অথচ তিনি এখনো রাজনৈতিক কানাঘুষায় ব্যস্ত। জেএসডি সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা সংকটের ১৫ দিনেও তাদের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এরপর শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তারও কোনো আগামাথা নেই। ট্রাম্পের সাথে আলোচনার পর প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের ‘বিপরীতমুখী’ বক্তব্যের সমালোচনাও করেছেন। শক্তিপ্রয়োগ কিংবা মিয়ানমার সেনাবাহিনীকে ‘তেল মাখিয়ে’ এই সমস্যা সমাধান করা যাবে না জানিয়ে রতন বলেন, এই সমস্যার সমাধান না হলে এই অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ধ্বংস হয়ে যাবে। এটার সমাধান করতে এখানে জাতিসংঘের মাধ্যমে নিরাপদ জোন তৈরি করতে হবে।

এসময় তিনি নেপাল, ভুটান, ভারতসহ এ অঞ্চলের দেশগুলোর সম্পর্ক দৃঢ় হলে পরিস্থিতি এমন হতো না বলেও জানান। ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ