দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র অবশেষে পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়ছেন রিভার্সসুইং তারকা।বিসিবি সূত্রে জানা গেছে, কাল সকালের ফ্লাইটে উড়াল দিচ্ছেন রুবেল।
জানা যায়, ‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে ছিলেন। নামের এ বিভ্রাটের কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে ছিল ক্রিকেটার রুবেলের। শনিবার সতীর্থদের সঙ্গে জোহানের্সবার্গের প্লেনে উঠতে গিয়েই বিপত্তিটা ধার পড়ে।
রুবেল বলেন, ওদের ছাড়পত্র পেয়েছি। এখন টিকিট পাওয়ার অপেক্ষায়। টিকিট পেলেই উড়াল দেবো। আজ পেলে আজই।
তবে শেষ পর্যন্ত একটু আফসোস থেকে যাচ্ছে রুবেলের। আগে যেতে পারলে সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারতেন বলে মনে করছেন তিনি। তবে আশাহত নন রিভার্সসুই তারকা। ২৭ বছরের এ পেসার বলেন, সবার সঙ্গে যেতে পারলে ভালো হত। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হত। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নেয়া যেত। তবে আমি আশাবাদী, দ্রুতই নিজেকে সেখানকার সঙ্গে মানিয়ে নিতে পারব।
দৈনিক দেশজনতা /এন আর