১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

দক্ষিণ আফ্রিকায় সৌম্যর ব্যাটে রানে ফেরার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক:

চ্যাম্পিয়ন্স ট্রফি আর অস্ট্রেলিয়া সিরিজের পুরোটা সময় রান খরায় থাকা ওপেনার সৌম্য সরকার দক্ষিণ আফ্রিকায় গিয়েই পেয়েছেন রানের দেখা। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে জানিয়েছিলেন ব্যাটেই দেবেন জবাব। অন্তত প্রস্তুতি ম্যাচে তার ব্যাটে রানে ফেরার ইঙ্গিত মিলেছে। ভালো শুরুর পর আউট হয়েছেন ৪৩ রান করে। আউট হওয়ার আগে ৩৪ রান করে ভালো খেলছিলেন ইমরুল কায়েসও।

বৃহস্পতিবার বেনোনির উইলমোর পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের ম্যাচে নামে বাংলাদেশ।  টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহীম। তবে ৫ রান করেই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান তামিম ইকবাল। এরপরই জুটি বাধেন অস্ট্রেলিয়া সিরিজে অফ ফর্মে থাকা সৌম্য সরকার ও ইমরুল কায়েস। দারুণ ব্যাট করে দলকে শক্ত অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন দুজন। দলের ৮৪ রানের মাথায় ৩৪ রান করে আউট হন ইমরুল। ভন বার্গের বলে ডিকগালেকে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান।

ইমরুল পর দলের ৯২ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। ৪৩ রান করে প্রিটরিয়াসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলার নজির আগেও আছে সৌম্যর। ডু প্লেসি, আমলাদের সবশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের নায়ক ছিলেন সৌম্য। ওই সিরিজের দুই ওয়ানডেতে ৮৮ ও ৯০ রানের ইনিংস খেলে বাংলাদেশের সিরিজ জেতায় রেখেছিলেন বড় ভূমিকা। ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টেস্টের আগে তিন দিনের ম্যাচটিই তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৪:২৮ অপরাহ্ণ