২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৪

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর অমানুষিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা। শহরের শহীদ মিনারের সামনের রাস্তায় বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাকশিসের আহবায়ক আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা এসএম আওয়াল, শহীদুল ইসলাম, সমরেশ চন্দ্র পাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হালিম তালুকদার, পদ্মা রাণি পাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের নির্মম নির্যাতন বন্ধ করতে হবে। এবং বিশ্বের প্রত্যেক দেশগুলোকের সরকারদের এর সমাধানে এগিয়ে আসতে অনুরোধ করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৪:১৫ অপরাহ্ণ