১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

ধর্ষণের দায়ে ফেঁসে যাচ্ছেন ‘ধর্মগুরু’ মহারাজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দুই অনুসারীকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর এবার একই অভিযোগ উঠল আরেক ‘স্বঘোষিত বাবার’ বিরুদ্ধে। রাজস্থানের কথিত ওই ধর্মগুরুর নাম কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ (৭০)।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ২১ বছর বয়সী এক তরুণী অনুসারী কৌশলেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই তরুণীর বাড়ি ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের কথিত ধর্মগুরু কৌশলেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তারই অনুসারী এক তরুণী।

অভিযোগে ওই তরুণী বলেছেন, কৌশলেন্দ্রর আশ্রম রাজস্থানের আলওয়ারে। সেখানেই গত ৭ আগস্ট তাকে ধর্ষণ করেন কৌশলেন্দ্র।

রাজস্থানের আরভালি থানার কর্মকর্তা হেমরাজ মীনা বলেন, ‘বিলাসপুর থানার পুলিশ অভিযোগটি এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি। প্রাথমিক তদন্ত চলছে।’

হেমরাজ মীনা বলেন, তারা কৌশলেন্দ্রর আশ্রম পরিদর্শন করেছেন। কিন্তু তখন তিনি চিকিৎসার জন্য আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের অনুমতি পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, কথিত ধর্মগুরু কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ প্রায় সময় ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। তার পরিবারের সদস্যরা কৌশলেন্দ্রর ভক্ত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আইন বিষয়ে পড়াশোনা শেষ করে এখন শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। গত ৭ আগস্ট তিনি ওই আশ্রমে কিছু অর্থ দান করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই কৌশলেন্দ্র তাকে ধর্ষণ করেন।

বিলাসপুর থানার উপপুলিশ সুপার অর্চনা ঝা বলেন, ওই তরুণীর পরিবারের সদস্যরা কৌশলেন্দ্রের ভক্ত। তারাই ওই তরুণীকে অর্থ দান করতে আশ্রমে পাঠিয়েছিলেন। আশ্রমে গেলে কৌশলেন্দ্র তাকে অপেক্ষা করতে বলেন। পরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় কাউকে না জানানোর জন্য হুমকিও দেন কথিত ধর্মগুরু কৌশলেন্দ্র। কিন্তু বাড়ি ফিরে ওই তরুণী তারা মা-বাবাকে বিষয়টি খুলে বলেন। পরে মা-বাবা এই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হয়।

পুলিশ জানায়, আলওয়ারে কৌশলেন্দ্রর বিশাল আশ্রম। সেখানে দেশি-বিদেশি ভক্তরা আসেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ২:০৫ অপরাহ্ণ