১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে :বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩ মাস বিদেশ থেকে আমদানি করা চাল সংরক্ষণ বা পরিবহনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। তবে দেশে উত্পাদিত চাল সংরক্ষণ বা পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে।
গতকাল বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, চাল সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেদিক বিবেচনা করে আগামী তিন মাসের জন্য আমদানি করা চাল আনতে পাটের বস্তা ব্যবহারে সরকারি বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এটা কার্যকর থাকবে। তিনি বলেন, আমদানি করা চালের বস্তায় ‘আমদানিকৃত’ সিল থাকতে হবে। এই সিল থাকলে ক্রেতারা প্লাস্টিকের বস্তা ঘর পর্যন্ত নিতে পারবেন। বিদ্যমান পরিস্থিতিতে এ আইন শিথিল করা হলো বলে প্রতিমন্ত্রী জানান।
উল্লেখ্য, চালের দাম কমাতে ব্যবসায়ীদের দাবির মুখে আমদানিকৃত চালে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দাবি মেনে নিয়েছে সরকার। গত মঙ্গলবার সচিবালয়ে চাল ব্যবসায়ীদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, কৃষি ও খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ