২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাস। আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। এর আগে বুধবার একই আদালত এই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর বুধবার মামলাটিতে বাদীপক্ষ ও আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। মামলার ধার্য তারিখে তারা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ