১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪৮

বান্দরবানে ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ায় নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার চাকঢালার আমতলি এলাকায় বৃহস্পতিবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যাংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। পথিমধ্যে আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থালে ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আহত হয়েছেন ১৫ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড় শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ির বাসিন্দা।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ