১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

চালের সংকট সরকারের সৃষ্টি :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

সরকার নিজে দেশে চালের সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন, চালের সংকট নেই, এটা মানুষের তৈরি সংকট। সরকার নিজেই সংকট তৈরি করেছে বলেই চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।’

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি, রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, মিয়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে। তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে। বৃষ্টিতে ভিজে শত শত শিশু রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু সরকার এখনো পর্যন্ত রোহিঙ্গাদের সেইভাবে আশ্রয় ও প্রয়োজনীয় সুবিধা দিতে পারে নাই।’

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান প্রমুখ।

পরে ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৮:৩৪ অপরাহ্ণ