২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৫

শুরুতেই বিশাল চ্যালেঞ্জের মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক:

নতুন মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ৪টা ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তার একটিতেই ক্রিস্তিয়ানো রোনালদোর মাঠে নামা হয়নি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ বুধবার রাতেই রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা লিগ অভিযান শুরু করতে যাচ্ছেন। আজ রিয়াল বেটিসের বিপক্ষে রিয়ালের ম্যাচ। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুই ‘রিয়াল’-এর এই ম্যাচ দিয়েই লিগ মিশন শুরু করছেন রোনালদো। আর শুরুতেই পর্তুগিজ সুপারস্টার পড়ে যাচ্ছেন বড় এক চ্যালেঞ্জের মুখে। রোনালদো মিশন শুরু করার আগেই যে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি লিগে করে ফেলেছেন ৯ গোল!

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে তার দলের প্রতিদ্বন্দ্বিতাটা চলে আসছে। সেই লড়াইয়ে কোনো মৌসুমে মেসি জিতেছেন তো কোনো মৌসুমে রোনালদো জিতেছেন। কিন্তু এবার রোনালদোকে শুরুই করতে হচ্ছে ৯ গোলে পিছিয়ে থেকে। ৩২ বছর বয়সী রোনালদো পারবেন পায়ে গোলের বান ছুটিয়ে ৯ গোলের এই ব্যবধান ঘুচিয়ে প্রতিদ্বন্দ্বী মেসিকে ধরে ফেলতে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, রোনালদোর জন্য কাজটা অনেক কঠিনই হবে। এমনিতে নতুন মৌসুমে রোনালদোর শুরুটা হয়েছিল দুর্দান্তই। নিষেধাজ্ঞার খড়গটা নিচে চাপা পড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩ ম্যাচেই করেছিলেন ৩ গোল।

এই ফর্মে উড়ন্ত অবস্থাতেই নেমে আসে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে না পারলেও একটা প্রীতি ম্যাচে মাঠে নেমে ঠিকই গোল করেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়েও রিয়ালের ৩২ বছর বয়সী উইঙ্গার গোল করেছেন পর্তুগাল জাতীয় দলের হয়ে। ফলে রোনালদো গোলের মধ্যে থেকেই আজ লিগ অভিযান শুরু করতে পারছেন। শুধু মেসির সঙ্গে গোলের প্রতিযোগিতা নয়, রোনালদোকে লিগ মিশন শুরু করতে হচ্ছে আরও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। তিনি ছিলেন না বলেই কিনা, লিগে প্রথম ৪ ম্যাচের দুটিতেই ড্র হতাশায় রিয়ালকে পুরতে হয়েছে। মানে জিনেদিন জিদানের দল এরই মধ্যে খুঁইয়ে বসেছে ৪ পয়েন্ট। গত রাতে পঞ্চম জয় তুলে নেওয়া বার্সেলোনা এগিয়ে গেছে ৭ পয়েন্টে। মৌসুম শেষে লিগ শিরোপার হাসি হাসতে হলে ঘোচাতে হবে দলীয় এই পয়েন্ট ব্যবধানও। আর সেই কাজে সবচেয়ে বড় অবদানটা রোনালদোকেই রাখতে হবে।

নিষেধাজ্ঞার সময়টাতেই রোনালদো ঘোষণা দিয়েছেন, ফিরবেন আরও শক্তিশালী হয়ে! শুরুতেই শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়ালেরও আরও বেশী ক্ষুধার্ত রোনালদোকেই প্রয়োজন। দেখা যাক, দলীয় চ্যালেঞ্জ এবং মেসির সঙ্গে ব্যক্তিগত চ্যালেঞ্জের কথা ভেবে রোনালদো কতোটা ক্ষুধার্ত হয়ে নামেন মাঠে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ