২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৭

২০২৩ বিশ্বকাপে ধোনির খেলার যোগ্যতা আছে

স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগে ভারতীয় মিডিয়ায় একটি খবর বেরুলো। মহেন্দ্র সিং ধোনি ততদিনে ওয়ানডে আর টি-টুয়েন্টির নেতৃত্বও বিরাট কোহলির হাতে তুলে দিয়েছেন। খেলতে লাগলেন শুধু খেলোয়াড় হিসেবে, কেবল সীমিত ওভারের ক্রিকেটেই। কিছুদিন যেতেই খবর, কোহলি ২০১৯ বিশ্বকাপের দলে ধোনিকে চান না! সত্য মিথ্যা কে বলবে এই খবরের? তবে ধোনি তো পারফর্ম করেই যাচ্ছেন। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ধোনিকে ২০১৯ শুধু না ২০২৩ বিশ্বকাপেও দেখতে পান! ‘ও ২০১৯ বিশ্বকাপে খেলতে পারবে কি না এমন প্রশ্ন আমাকে করবেন না। সে ২০২৩ বিশ্বকাপেও খেলবে-‘ ধোনির ব্যাপারে বলেছেন তারই সময়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ক্লার্ক। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে ধোনির খেলার সম্ভাবনা কতোটা এই প্রশ্ন শুনে এই কথাগুলো বলেছেন ক্লার্ক। সাথে মুচকি হেসেছেন। যেন, এমন একজন ক্রিকেটারের সম্পর্কে কি বালখিল্য জাতীয় প্রশ্ন।

আসলে বাস্তবে হয়তো ধোনি নিজেও ২০২৩ বিশ্বকাপে খেলার কথা ভাববেন না। তখন তার বয়স হবে ৪২। সেটা হয়তো জয় করতে পারবেন ইচ্ছে করলেই। কিন্তু যখন ২০১৯ বিশ্বকাপ খেলা নিয়েই কথা উঠে যায় তখন ভারতের ক্যাপ্টেন কুল তো ওই পথে হাঁটার মানুষ নন বটে। যতোটুকু জানা যায়, ভারতের সফলতম অধিনায়ক ২০১৯ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন।

সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হলো। ভীষন বিপদে পড়া ভারতকে তরুণ হার্দিক পান্ডিয়াকে সাথী করে বাঁচিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিজে খেলেছিলেন ৭৯ রানের দারুণ ইনিংস। শ্রীলঙ্কাতে দলের জন্য বড় ভূমিকা রেখেছিলেন। অধিনায়ক হিসেবে ভারতকে তিনটি আইসিসি বৈশ্বিক শিরোপা এনে দেওয়া ধোনিকে নিয়ে এখন আর তাই কোনো প্রশ্ন নেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৩:১৬ অপরাহ্ণ