১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

বগুড়ায় ১৪৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার সারিয়াকান্দিতে ৩০ কেজি ওজনের ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্ডের ১৪৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউনের দারোয়ানকে আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মথুয়াপাড়া এলাকায় জুলফিকার আলীর গোডাউন থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুয়াপাড়া এলাকায় জুলফিকার আলীর গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোডাউনের দারোয়ানকে আটক করে থানায় আনা হয়েছে । ওসি বলেন, গোডাউনের মালিককে পাওয়া যায়নি। তদন্ত চলছে এসব চাল কারা এ গোডাউনে রেখেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ