১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

কিশোরগঞ্জে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে ট্রাক্টরের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের বানিয়া বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার শেওড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে রাফি ও গাগলাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাবিবুল্লাহ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দানাপাটুলি এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে বানিয়া বাজারের কাছের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রশিদ, কবির, জামাল, ছাফির উদ্দিন ও শংকরকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ