১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে আবুবকর সিদ্দিক আবু (৫৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পশ্চিম ধনিরাম গ্রামের কলাখাওয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবার ও এলাকাবাসী ধরলা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আবুবকর সিদ্দিক আবু ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের পঞ্চায়েতটারী এলাকার মৃত আকবর আলীর ছেলে।

প্রতিবেশী কবি আজিজুল হাকিম মণ্ডল জানান, এলাকার কতিপয় সৌখিন মাছ শিকারি দেশীয় মাছ শিকার যন্ত্র (চাক) নিয়ে বেলা ১১টার দিকে পশ্চিম ধনিরাম গ্রামের কলাখাওয়া ঘাট সংলগ্ন এলাকায় যায়। এ সময় তারা ধরলা নদী সাঁতার দিয়ে পারাপারের সময় আফছার মণ্ডল, মকছেদুলসহ বাকিরা নদী পার হলেও ডুবে যায় আবুবকর সিদ্দিক আবু। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ