১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

বগুড়ায় ৬ শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বেড়েছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা। চলতি বছর জেলায় মোট ৬২৩ টি মণ্ডপে সনাতন ধর্মীয়রা এ পূজা উদযাপন করছেন। গত বছর জেলায় ৬১৬টি মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সে কারণে এখন প্রতিমা সৌন্দর্য বর্ধনকারী রং শিল্পীদের নির্ঘুম রাত কাটচ্ছে। বগুড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে দেখা গেছে, বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে ৬ শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ। তৈরি হয়েছে, দুর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা। এই সকল প্রতিমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। কেউ রং ছিটানোর কাজ করছে আবার কেউবা রং তুলি দিয়ে চেহারা ফুটিয়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

বগুড়া শহরের শিববাটি এলাকার প্রতিমা কারিগর শিল্পী কার্ত্তিক পাল জানান, তারা বংশ পরম্পরায় প্রায় ১ যুগ ধরে প্রতিমা তৈরি করে আসছেন। সারা বছর ধরে তারা এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন। সময়ের সাথে সাথে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে কিন্তু সে অনুপাতে বাড়েনি প্রতিমা শিল্পীদের মজুরি। ধর্মীয় কাজ তাই মজুরি নিয়েও বাড়াবাড়ি করেন না অনেকে। তারপরও তারা মনে করেন সনাতন ধর্মের এমন একটা মহৎ কাজের সাথে তারা সম্পৃক্ত হতে পেরেছেন এটাই তাদের বড় পাওনা। বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব জানান, গত বছর জেলায় ৬১৬ মণ্ডপে পূজা উদযাপিত হয়েছিল। এবার ৬২৩টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। এরমধ্যে বগুড়া সদর উপজেলা ১০৩ টি, কাহালুতে ৩৯, নন্দীগ্রামে ৪৮, দুপচাঁচিয়াতে ৩৯, আদমদীঘিতে ৬৫, শেরপুরে ৭৩, ধুনটে ২৫, শিবগঞ্জে ৪৮, সোনাতলা ৩৯, সারিয়াকান্দিতে ২৬, গাবতলীতে ৬৫ এবং শাজাহানপুর উপজেলার ৫৩ টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে।

নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র সরকার বলেন, ‘২৬ সেপ্টেম্বর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করে থাকি।’ বগুড়া শহরের চেলোপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দীলিপ কুমার জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রতিমা তৈরি শেষ হয়েছে। এখন রংয়ের কাজ চলছে। এ কাজও কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া শাখার সভাপতি শ্রী দিলিপ কুমার দেব জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনায় বগুড়া জেলার অপেক্ষায় থাকা ৬ শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরি শেষ হয়েছে। এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। দুর্গাপূজার শুরুর আগেই জেলার সকল মণ্ডপের প্রতিমার কাজ সম্পন্ন হবে। বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বগুড়ায় শারদীয় উৎসবকে আনন্দময় করে তুলতে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করবে। প্রত্যক পূজা মণ্ডপে আনসার সদস্যদের পাশাপাশি প্রয়োজনবোধে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ