১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৬

হাতিয়ায় নৌকা ডুবে ৪ জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী উপজেলা হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাটে মঙ্গলবার সকালে একটি জেলে নৌকা ডুবে ০৪ জেলে নিহত হয়। এ সময় ০২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

জানা যায়, চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামের এমরানের মাছ ধরার ট্রলারটি জনতা বাজার ঘাটে অবস্থান করছিল। ট্রলারের মধ্যে সকল মাঝি ঘুমাচ্ছিলেন। এ সময় প্রবল জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে জেলেদের আত্ম চিৎকারে চারদিক থেকে লোকজন এসে ট্রলারটি উদ্ধার করেন। পরে মঙ্গলবার দুপুর ১টার সময় স্থানীয় জনতা ০৪ জেলের নিহতের লাশ উদ্ধার করে এবং ০২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন উপজেলা চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামের মোঃ সম্পদ (১৭) রাশেদ (১৮) রাকিব (১৬) কামরুল (১৭)

নিহতদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।এব্যাপারে গভীর শোক প্রকাশ করছেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ