১৩ই মার্চ, ২০২৫ ইং | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১২

রাজধানীতে গণধোলাইয়ে ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে নাদিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ওয়ারীর ৯ নং কেএম দাশ লেন রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার এসআই রাজিব আহম্মেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়ারীর কেএম দাশ রোড এলাকায় ছিনতাই করার সময় সাধারণ মানুষের হাতে গণধোলাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিম নামে এক যুবক।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ছিনতাইকারী নাদিম মারা যায়। এখনও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ