১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

ধানমন্ডি লেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধানমন্ডি ৪ নম্বর রোড সংলগ্ন লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল ১০ টার দিকে লেক থেকে ওই কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, শরীর গলে যাওয়ায় ওই কিশোরের মৃতদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যায়নি। তার পরনে ছাই রংয়ের টি-শার্ট ও খাকি থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি ৩/৪ দিন আগে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দৈনিক দেশজনতা /আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ