১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

বিয়ের পরদিনই নদীতে হাত-পা বাঁধা যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুরে সোয়েব মিয়া (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালিজুর পশ্চিমপাড়া গ্রামের একটি খাল থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সোয়েব বালিজুরি গ্রামের আব্দুস শহীদের ছেলে।

স্থানীয়রা জানান, গত রোববার সোয়েব নিজের পছন্দ করা একই গ্রামের আব্দুন নূরের মেয়েকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন। সোমবার ছিল তার বৌভাত অনুষ্ঠান। এদিন রাত ১১টার দিকে সোয়েব বসতঘর থেকে বাংলাঘরে (অতিথি শালায়) যাবার কথা বলে বের হয়ে আর ফেরেননি।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়ির পেছনে মরা খাল নামে নদীর ঘাটে সোয়েবের স্যান্ডেল দেখতে পান। পরে নদীতে জাল ফেলে তার মুখ, হাত ও পা রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ওসি ধারণা করছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ