১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

শীর্ষস্থানের লড়াইয়ে মাঠে নামছে কোলকাতা-মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

কোলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস, দুই দলই প্লে অফে খেলা নিশ্চিত করেছে। অন্য দলগুলো যখন পরের রাউন্ডে উঠতে মরিয়া তখন শীর্ষস্থানের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে এই দুদল।খেলাটি আজ রাত সাড়ে ৮ টায় শুরু হবে।

চলতি আইপিএলে সবার আগে শেষচারে নাম লিখিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রোহিত শর্মার মুম্বাই। মুম্বাইয়ের অর্জন ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট। সমান ম্যাচে কলকাতার সংগ্রহ ১৬ পয়েন্ট। কলকাতার বিপক্ষে জয় পেলে শীর্ষস্থানে থেকেই লিগ পর্ব শেষ করবে মুম্বাই। তবে হেরে গেলেও সেরা দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করবে তারা। কারণ রান রেটে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে মুম্বাই (+০.৮১০)। সেরা দুইয়ে থাকলে মিলবে সরাসরি কোয়ালিফায়ারে খেলার টিকিট।

অন্যদিকে, এ ম্যাচে বড় জয় পেলে মুম্বাইকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে কলকাতা। আর হারলে শঙ্কায় পড়বে তাদের সেরা দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে রোববারের রাইজিং পুনে সুপারজায়ান্ট ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের দিকে।

কলকাতা সবসময়ই মুম্বাইয়ের প্রিয় প্রতিপক্ষ। মুখোমুখি লড়াইয়ে ১৪টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে মুম্বাই। বিপরীতে গৌতম গম্ভীরের কলকাতা জিতেছে মাত্র ৫টিতে। পরিসংখ্যান বলছে, কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সও মুম্বাইয়ের জয়র পাল্লাটাই ভারী। তারা এগিয়ে ৫-২ ব্যবধানে। চলতি আসরেও প্রথম দেখায় শেষ হাসি হেসেছিল মুম্বাই।

এম/এম

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ