২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৭

রোহিঙ্গা শিশুর জন্ম ১৭৩, সন্তানসম্ভবা প্রায় ৭০ হাজার

নিজস্ব প্রতিবেদক:

গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১৭৩ জন শিশুর জম্ম হয়েছে। প্রতিদিন গড়ে আটজন করে রোহিঙ্গা শিশুর জম্ম হচ্ছে। এ ছাড়া প্রায় ৭০ হাজার নারী সন্তানসম্ভবা। মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে সদ্য আসা রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশে জম্ম হয়েছে ১৭৩ জন শিশুর, প্রতিদিন গড়ে জম্ম হচ্ছে আটজন শিশুর। তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। শাহ কামাল বলেন, সদ্য জম্ম নেয়া শিশু এবং প্রসূতিদের যত্ন যেমন নেয়া হচ্ছে তেমনি তাদের মধ্যে ৭০ হাজার গর্ভবতীকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকেও স্বাস্থ্যসেবার আওতায় আনা হচ্ছে। সদ্য আসা রোহিঙ্গাদের মধ্যে এক লাখ শিশুকে ছয়টি রোগের জন্য ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে, এসব শিশুকে কলেরা প্রতিষেধকও দেয়া হবে বলে জানান তিনি।

ত্রাণ সচিব শাহ কামাল আরো বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে, প্রয়োজনে তা আরো বাড়ানো হবে, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, কাতার চ্যারিটি থেকে রোহিঙ্গাদের জন্য একটি সম্পূর্ণ হাসপাতাল স্থাপন করে দেয়া হবে।

স্বাস্থ্য ঝুঁকিকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে উল্লেখ করে শাহ কামাল বলেন, রোহিঙ্গাদের প্রয়োজনে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বাংলাদেশে আসার সময় অনেক রোহিঙ্গা নারী পথে জলে-জঙ্গলে কিংবা পাহাড়ি পথে তাদের সন্তান জম্ম দিয়েছেন। প্রতিবেশি দেশ মিয়ানমারে সেনাবাহিনী ও পুলিশের চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে প্রাণ ভয়ে চার লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলামান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৭০ শতাংশ হচ্ছে নারী ও শিশু।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে কমপক্ষে দুই লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ