১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ রোববার গভীর রাতে ভাটিয়ালপুর গ্রাম থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি,২টি চোরাসহ ডাকাত নাসির (৩০)কে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ায় নাসির পাশ্ববর্তি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের অজি বাড়ির নুর মোহাম্মদের পুত্র এবং অপহরন,ডাকাতি,হত্যাসহ ৭মামলার পলাতক আসামী।
সুত্রে জানায়,ভাটিয়ালপুর গ্রামের মেহের আলী পাটোয়ারী বাড়ির বাশঁ ঝাড়ে রোববার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাত দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে রামগঞ্জ থানার এস.আই আশরাফ হোসেন ও ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় নাসিরকে গ্রেফতার করে। রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,গ্রেফতার হওয়ায় নাসির এর বিরুদ্ধে রামগঞ্জ,চাটখিল থানা অপহরন,ডাকাতি,হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৯:২৩ অপরাহ্ণ