নিজস্ব প্রতিবেদক:
ধান ও চাল অবৈধভাবে মজুদের অপরাধে রাজশাহীতে দুই চালকল মালিককে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মজুদ রাখা ৪ হাজার ১২৯ বস্তা চাল ও ১ হাজার ২৮৫ বস্তা ধান জব্দ করা হয়।
সোমবার বিকেলে নগরীর বিসিক শিল্পনগরীতে চালানো অভিযানে তাদেরকে আটক ও ধান-চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ‘আসলাম রাইস মিলের’ মালিক আসলাম হোসেন (৪০) ও ‘হামিম রাইস মিলের’ মালিক ফয়সাল হোসেন (৪৫)।
এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল। পরে ভ্রাম্যমাণ আদালত আসলামকে ৩০ হাজার টাকা ও ফয়সালকে ৫০ হাজার টাকা জরিমানা করে। একইসঙ্গে দ্রুত মজুদ রাখা ধান-চাল বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল জানান, বিকেলে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই দুটি রাইস মিলের কোন লাইসেন্স নাই। লাইসেন্স না থাকার পরও তারা অবৈধভাবে চাল ও ধান মজুদ করে। তাই তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে। জরিমানার অর্থ দিলে তাদের ছেড়ে দেওয়া হবে।
আবারও মঙ্গলবার অভিযান চালানো হবে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল।
দৈনিক দেশজনতা/এন আর