১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

আরেকটি সেঞ্চুরির জন্য ধোনিকে টেন্ডুলকারের অভিনন্দন

খেলাধুলা ডেস্ক:

আরো একটি সেঞ্চুরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বিপদের মুখে দাঁড়িয়ে গিয়ে দলকে লড়ার পুঁজি দিয়েছেন সাবেক অধিনায়ক। আর ওই লড়াই শেষ হয়েছে ৭৯ রান তুলে। ভারতের ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির সেঞ্চুরি পূরণ হয়েছে ধোনির।

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়, ভারতের সাবেক এই তিন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান এতোদিন অভিজাত ক্লাবটিতে ছিলেন। তাদের সাথে যোগ দিলেন ধোনি। শুধু তাই না। ইতিহাসের মাত্র দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ধোনির ফিফটির সেঞ্চুরি হলো। তার আগে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাই কেবল এমন মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ