অনলাইন নিউজ:
বিজ্ঞানীরা ন্যানোপার্টিকেল বহনকারী নতুন জিন তৈরি করেছেন যা জন্মান্ধ শিশুদের চোখের দৃষ্টি ফেরাতে সাহায্য করবে। বিশেষ করে যাদের বংশগত কারণে অন্ধত্ব রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের নতুন এ আবিষ্কার মলিকিউলার থেরাপি জার্নালে প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন হঠাৎ করে দৃষ্টি হারানো এবং অন্ধত্ব থেকে মুক্তি দেবে এ চিকিৎসা।
এ গবেষণার প্রধান ঝেং রং লু বলেন, ‘আমরা বিশ্বাস করি এ প্রযুক্তি দিয়ে আমরা জিন প্রতিস্থাপনের মাধ্যমে চোখের যে সমস্যা দূর করতে পারব।’
গবেষকরা ইঁদুরের ওপর এ পরীক্ষা করেন। যেসব ইঁদুরের জিন প্রতিস্থাপন তারা করেন, দেখতে পান সেসব ইঁদুর তাদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। প্রায় ১২০ দিন ধরে তারা ইঁদুরের ওপর এ পরীক্ষা করেন।
বিজ্ঞানীরা আশা করছেন, শুধু একটি মাত্র চোখের রোগ নয়, যেকোনো ধরনের দৃষ্টিজনিত সমস্যা এ প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।
এম/এম