নিজস্ব প্রতিবেদক:
নানা সংকটের মধ্যে বেঁচে থাকার লড়াই করছেন মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে ছুটে আসা রোহিঙ্গারা। কিন্তু এরমধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ঘটে গেল মর্মান্তিক একটি দুর্ঘটনা। রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ ঢুকে পড়া বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বাবা-ছেলে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুতুপালং মধুরছরা গুলশান পাহাড়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এ সময় হাতির আক্রমণে আরও কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- শামশুল আলম (৫৫) ও তার দু’বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে। সম্প্রতি দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতনের মুখে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কায় কিসলু জানিয়েছেন, রাত ১২টার দিকে হঠাৎ হাতির পাল রোহিঙ্গাদের ক্যাম্পে ঢুকে পড়ে। পরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা হাতির পাল তাড়াতে চেষ্টা করলে তাদের উপর আক্রমণ করে বসে হাতি। এ সময় এই দুজনের মৃত্যু হয়। এছাড়া এই ঘটনায় আরও কয়েকজন নারী আহত হয়েছে বলে খবর পেয়েছি। যাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের স্থানীয়ভাবে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ