২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরেশোরে গুঞ্জন চলছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. আখতারুজ্জামানকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। তিনিও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টার থেকে সরবারাহকৃত প্রশ্নপত্রের সঙ্গে ঢাবির ‘চ’ ইউনিটের (চারুকলা) প্রশ্নপত্রের সঙ্গে কোচিং সেন্টারের প্রশ্নপত্রের উত্তর মিলে গেছে। এছাড়া কোচিং সেন্টার কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্রগুলো পরীক্ষা শুরু হবার আগের রাতেই হোয়াটস আপের মাধ্যমে অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১:১১ অপরাহ্ণ