২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২৮

ঢাবি সিনেট নির্বাচন : নীল দলে অন্তর্কোন্দল

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২২ মে অনুষ্ঠিত হচ্ছে দেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচন।

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ নিজ নিজ সংগঠনের ব্যানারে প্যানেল ঘোষণা করেছে।

নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের দুটি প্যানেলের নাম জমা পড়েছে। আর বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল জমা দিয়েছে একটি প্যানেলের নাম।

বৃহস্পতিবার পৃথকভাবে সিনেট প্রতিনিধি নির্বাচন পরিচালনা কমিটির কাছে এসব প্যানেলের নাম জমা দেয়া হয়।

নীলদলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন একটি প্যানেল জমা দেন এবং অপরদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে আরেকটি প্যানেল জমা পড়ে।

প্রার্থিতা নিয়ে নীল দলের বৈঠকে হট্টগোলের পর বুধবার ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে তাদের দ্বিতীয় সভা বসে। সেখানে কিছু সমঝোতাও হয়ে আহ্বায়ক কমিটির নির্ধারিত ৪০ জনের নাম থেকে তা দাঁড়ায় ৩৭ জনে।

এরপর সেখান থেকে তালিকার প্রথম দিকের ৩৫ জনের নাম প্রার্থী হিসাবে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে জমা দেওয়ার সিদ্ধান্ত ওই সভায় হয় বলে জানান শিক্ষকরা।

এদিকে নিজেদের মধ্যে সর্বসম্মতিক্রমে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান বলেন, আমরা সকাল ১০টায় আমাদের পূর্ণ প্যানেলের নাম জমা দিয়েছি। সর্বসম্মতিক্রমে এটি তৈরি হয়েছে।

এর আগে গত ৩ মে বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(এল) এবং (৩) অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আগামী ২২ মে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

N/R

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৬:১৩ অপরাহ্ণ