জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হেলি বলেছেন, একগুঁয়েমি পরিহার না করলে উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাবে। পিয়ংইয়ংয়ের যেকোনো আক্রমণ থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের রক্ষা করবে বলেও উল্লেখ করেন তিনি। হেলি বলেন, উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়ে ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেইসঙ্গে মার্কিন সরকারও বিষয়টি পেন্টাগনকে (মার্কিন প্রতিরক্ষা বিভাগ) অবহিত করেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার আচরণে আমরা বেশ বিরক্ত এবং বিষয়টি এখন নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে পারি।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বিষয়টি নিয়ে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন হেলি। তিনি বলেন, ‘সামরিকসহ সম্ভাব্য সব ধরনের অপশন নিয়ে আমরা ভাবছি।’ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর জনগণ কোনো ধরনের পারমাণবিক পদক্ষেপ সহ্য করবে না- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর উত্তরা কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার কথা ভাবছেন। তাহলে কি ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের পদক্ষেপের কথাই তার (ট্রাম্প) তার চিন্তায় আছে।
প্রসঙ্গত, কিম জং উন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত প্যাসিফিক অঞ্চলে হামলার হুমকি এবং এশিয়ার অন্যতম মার্কিন মিত্র জাপানের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এ ছাড়া শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সেইসঙ্গে সম্প্রতি দেশটি এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তিনি উত্তর কোরিয়ার গঠনমূলক ও কার্যকর আলোচনার জন্য অপেক্ষা করছেন।
দৈনিকদেশজনতা/ আই সি