১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

জেলা প্রশাসনের মাধ্যমে বিএনপি রোহিঙ্গাদের কাছে ত্রাণ পাঠাবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

অনিয়ম ও দুর্নীতির আশঙ্কায় জেলা প্রশাসনের মাধ্যমে বিএনপি রোহিঙ্গাদের কাছে ত্রাণ পাঠাবে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় জনবল ও দক্ষতা বিএনপির আছে।

বিএনপিকে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবাইদুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান করে রিজভী আরো বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে অনিয়ম-দুর্নীতির আশঙ্কা আছে। ক্ষমতাসীনরা লুটপাট করবে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জে সদর ও পৌর বিএনপির সম্মেলনে যোগ দিয়ে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ সব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, সরকার বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছেন। তারা ক্ষুধার্ত রোহিঙ্গাদের সঙ্গে তামাশা করেছেন। আর এই তামাশার ফেরিওয়ালা হলেন ওবাইদুল কাদের। বিএনপিকে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণের পরামর্শ দিয়ে শুক্রবার ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি।

বন্যায় হাওরে ত্রাণ বিতরণে দুর্নীতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে ক্ষমতাসীনরা লুটপাট করবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৫:৪৬ অপরাহ্ণ