দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রবিবার কানাডা ত্যাগ করছেন। তিনি তার অসুস্থ মেয়েকে দেখার জন্য স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে ব্যক্তিগত সফরে গত ১০ সেপ্টেম্বর কানাডায় আসেন। ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মন্ট্রিয়লে তাকে বিদায় জানান।
তবে তিনি সরাসরি স্বদেশে না গিয়ে জাপানে রওনা হয়েছেন। জাপান প্রধান বিচারপতির আমন্ত্রণে সে দেশে অনুষ্ঠেয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। টোকিওতে ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সম্মেলন হবে। সম্মেলন শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধান বিচারপতি।
দৈনিকদেশজনতা/ আই সি