খেলাধুলা ডেস্ক:
শনিবার ইংল্যান্ডের ডারহামের চেস্টার লি স্ট্রিটে একমাত্র টি-টুয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় যখন ইয়ান মরগ্যানের দল ব্যাট করছিলো তখনই ঘটে বিপত্তি। রিভারসাইড গ্রাউন্ড নামক ওই স্টেডিয়ামের গ্যালারির উত্তর-পূর্ব দিকের স্ট্যান্ডের একটি অংশ ধসে পড়ে। এতে ওখানে বসে থাকা তিনজন দর্শক আহত হয়েছেন বলে খবর দিয়েছে ডেইলি টেলিগ্রাফ।
টেলিগ্রাফ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচের দ্বিতীয় ইনিংসের সময় ঘটে এই ঘটনা। রিভারসাইড মাঠের উত্তর-পূর্ব প্রান্তের স্ট্যান্ডের একটি অংশে ছোট গর্তের মতো তৈরি হয়ে গিয়েছিলো। তাতে এর উপরে বসানো গ্যালারির কিছু আসন ভারসাম্যহীন হয়ে পড়ে।
রিভারসাইড গ্রাউন্ডটি ডারহাম ক্রিকেট ক্লাবের হোম ভেন্যু। তারা জানায়, ‘ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দ্বিতীয় ইনিংসের সময় এই দুর্ঘটনায় তিনজন দর্শক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত।’
এই ঘটনার পর ভেন্যু কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা নিয়ে ধসে পড়া অংশটি সংস্কারের ব্যবস্থা করেছে। পুরোপুরিভাবে সংস্কার না হওয়া পর্যন্ত ওই অংশটি বন্ধ করেও রাখা হয়েছে।
১৯৯৫ সালে অভিষেকের পর রিভারসাইড গ্রাউন্ডে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। শনিবারের টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

