নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন করার ঘোষনা করায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক আনন্দ র্যালী বের করা হয়। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালীটি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রবীন শিক্ষক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বারিক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার সালাহ উদ্দিন (কাজল), মনোরঞ্জন দেবনাথ, চাঁদ আক্তার বানু, জাকি আমিন, প্রদীপ কুমার দেবনাথ, মোর্শেদা বানু, রোজিনা খানম, দেওয়ান তৌহিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা উপজেলার সুনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যালয়কে জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৩৭ সালে অত্র এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আজ তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
দৈনিক দেশজনতা/এন এইচ