উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
শরণার্থী ক্যাম্প স্থাপন করে আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়া থানার থ্যাইংখালী এলাকা থেকে এসব দালালদের আটক করে র্যাব-৭। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২০ দিনের এবং পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া এলাকার মনির আহমদ (৪৫), ফরিদ আলম (৩০), নুরুল কবির (৩২), নুরুল আমিন বাবু (৩৫), জয়নাল আবেদীন (৩৫) ও শাহাব উদ্দীন। এরমধ্যে মনির আহমদকে ২০দিন এবং অন্যদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের প্রশাসনের ম্যাজিস্ট্রেট জুয়েল আহমদ।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, উখিয়া-টেকনাফে একটি দালাল চক্র রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই দালাল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
দৈনিক দেশজনতা /এন আর