১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৪

চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক:

গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাবর্তনটা তেমন ভালো হয়নি। জাতীয় ক্রিকেট লিগের কয়েকটি এবং ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেললেও জ্বলে উঠতে পারেননি, হাফসেঞ্চুরি পেয়েছিলেন মাত্র দুটি। তবে এবারের জাতীয় লিগের উদ্বোধনী দিনেই তিনি সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত।

শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের ১৯তম সেঞ্চুরির সুবাদে পাঁচ উইকেটে ২৫৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দীর্ঘ চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ওপেনার সৈকত আলী ৩৮ রান করলেও ৭৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। কিন্তু আশরাফুল আর মেহরাব হোসেনের দৃঢ়তায় ঢাকা মেট্রো দিন শেষ করেছে স্বস্তি নিয়ে। পঞ্চম উইকেটে দুজনে গড়েছেন ১৭৪ রানের জুটি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা আশরাফুলের ১৯৪ বলের ইনিংসে ছিল ১২টি চার ও দুটি বিশাল ছক্কা। সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরই অবশ্য ফিরেছেন তরুণ পেসার মেহেদি হাসান রানার বলে কট বিহাইন্ড হয়ে। তবে মেহরাবকে আউট করতে পারেনি চট্টগ্রাম। তিনি অপরাজিত ৬৫ রানে। অন্যপ্রান্তে ৬ রান নিয়ে ব্যাট করছেন শরীফউল্লাহ। চট্টগ্রামের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রানা ও শাখাওয়াত হোসেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৭ ৫:৪০ অপরাহ্ণ