নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের ঘটনায় দেশটির নেত্রী অং সান সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ মন্তব্য করেছেন নিসচা’র (নিরাপদ সড়ক চাই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে এক মানব্বন্ধনে এ মন্তব্য করে বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি। সেই যুদ্ধে পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ধর্ষণ করা থেকে শুরু করে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল সেটিকেও হার মানিয়েছে মিয়ানমার।’ রোহিঙ্গা নির্যাতন বন্ধে ইতোমধ্যে নিসচা’র পক্ষ থেকে জাতিসংঘ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি করে চিঠি পাঠানো হয়েছে এবং মানববন্ধন শেষে একটি প্রতিবাদলিপি বাংলাদেশের মিয়ানমার হাইকমিশনারের কাছে পাঠানো হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক জায়েদ খান, চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।
দৈনিকদেশজনতা/ আই সি