১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

এক ওড়নায় প্রেমিক যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে একই সঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানাপাড়া এলাকার একটি রেইনট্রি গাছ থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার বরাশুর গ্রামের মানিক শেখের ছেলে নুর ইসলাম শেখ (২৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২)।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন জানান, ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। নুর ইসলাম রিপনের সঙ্গে কাঠমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করতেন। এরই সুবাদে খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে তারা দু’জন রিপনের বাড়িতে খাবার খায়। পরে রাতের কোনো এক সময় বাড়ির পাশে নদীর পাড়ে রেইনট্রি গাছে এক ওড়নায় ফাঁস নেন।

শনিবার সকালে স্থানীয়রা গাছের ডালে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা, না আত্মহত্যা তা বলা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৩, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ