১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

রাহিঙ্গা শরনার্থীদের জন্য নওগাঁয় ত্রাণ সংগ্রহ

 

নওগাঁ প্রতিনিধি:

‘বিশ্ব বিবেক জেগে উঠো, রোহিঙ্গা শরনার্থীদের সাহায্য কর’ স্লোগানে নওগাঁয় ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় থেকে এ সংগ্রহ শুরু হয়। রোহিঙ্গা শরনার্থী ত্রাণ সহায়তা কমিটি, নওগাঁ ভ্রাম্যমান ভাবে এ উদ্যোগ গ্রহণ করেছেন।

এসময় কমিটির আহ্বায়ক আতাউর রহমান খোকা, সদস্য সচিব রোটারিয়ান চন্দনদেব, সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান টুকু, অর্থ সচিব শহীদুল ইসলাম সাথী, সহ অর্থ সম্পাদক ওয়াদুদ রহমান, সদস্য একেএম ফজলে মাহমুদ চাদ, ময়েজ খান, নওগাঁ জেলা নাগরিক পরিষদ সভাপতি ও সাবেক শিক্ষক এসএম আবু জাফর, সমাজসেবী তাসলিমা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন তারা। এতে থাকা খাওয়া ও পোষাক নিয়ে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। তাদের পাশে দাঁড়াতে ও একটু সহযোগীতা করতেই রোহিঙ্গা শরনার্থী ত্রাণ সহায়তা কমিটি, নওগাঁ ভ্রাম্যমান ভাবে জেলার বিভিন্ন স্থানে খাদ্য, বস্ত্র সহ অন্যান্য সংগ্রহ শুরু করেছেন। তাদের এমহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীমহল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:০৫ অপরাহ্ণ