১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

মানিকগঞ্জে ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে পুলিশ। উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকা থেকে বুধবার তাদের আটক করা হয়। এর মধ্যে চারিগ্রামের মাওলানা তাজুল ইসলামের বাড়ি থেকে ৯ জন ও ধল্লা এলাকার একটি বাড়ি থেকে ১১ রোহিঙ্গাকে আটক করে সিংগাইর থানা পুলিশ।

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, আটকের পর তাদের সিংগাইর থানায় রাখা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের কক্সবাজার পাঠানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ