১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

এবার বিশ্রাম চাচ্ছেন তামিম ইকবালও

ক্রীড়া প্রতিবেদক:

সাকিব বিশ্রাম চাওয়ার পর পরই মনে হয়েছিল এ অবকাশের সংখ্যা আরও বড় হতে পারে। অনেকের মনে সংশয় সন্দেহও জেগে ছিল। সে সংশয় ও সন্দেহ সম্ভবত সত্য হতে যাচ্ছে। এবার বিশ্রাম চাচ্ছেন তামিম ইকবালও।

বোর্ডের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘তামিম দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় ছুটির কথা ভাবছেন। তামিম এ ব্যাপারে বোর্ডে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন না করলেও তার ঘনিষ্ঠ মহল থেকে সে খবরই মিলেছে।’

এমনকি প্রধান নির্বাচক নান্নুর কানেও সে খবর পৌঁছেছে। নান্নু জানান, ‘তামিমের মাধ্যমে সরাসরি নয় বিভিন্ন মাধ্যম থেকে খবরটা আমার কানেও এসেছে।’

বর্তমানে তামিম বিশ্ব একাদশের পক্ষে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে টেস্ট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বোর্ডে আবেদন করে সাকিব। তবে তার তিন মাসের ছুটি মঞ্জর করে বোর্ড। ফলে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ