নিজস্ব প্রতিবেদক:
শিশুকন্যাকে হত্যার দায়ে ঘাতক পিতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার কিশোরগঞ্জের ১নং আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজাহান কবীর পিতা আবুল হোসেনের (৩৪) উপস্থিতিতে এই রায় দেন। তার বাড়ি ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায়।
জানা যায়, ঘটনার তিন বছর আগে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার গাজীরটেক-পশ্চিমপাড়া গ্রামের মো. কালাচানের মেয়ে সুরাইয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।
স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে বনিবনা না হওয়ায় সুরাইয়া ঘটনার ৪ মাস আগে দুই বছরের মেয়ে সুমাইয়াকে নিয়ে বাপের বাড়িতে চলে যান। এরপর আবুল হোসেন প্রায়ই শ্বশুর বাড়িতে যাতায়াত করতেন।
২০১১ সালের ৩ এপ্রিল সকালে আবুল হোসেন শ্বশুর বাড়িতে আসেন। পরে থাকার ঘরে ঢুকে ব্লেড দিয়ে সুমাইয়ার গলা কেটে দেন। তার গোঙানির শব্দ পেয়ে সুরাইয়া ঘরে ঢুকে মেয়ের গলাকাটা দেখতে পান। এদিকে আবুল হোসেন পালাবার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সুমাইয়াকে ভৈরব হাসপাতালের আনার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভৈরব থানায় মামলা করার পর পুলিশ তদন্ত শেষে আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
দৈনিক দেশজনতা /এন আর