নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় কমছে ৩০ মিনিট। পুঁজিবাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টায়।
অর্থাৎ রমজান মাসে পুঁজিবাজারে ৪ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। কিন্তু পবিত্র রমজান উপলক্ষে লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে।
এদিকে রমজান উপলক্ষে ডিএসই’র অফিস কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুসারে রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত
দৈনিক দেশজনতা/এমএইচ